হাওড়া প্লাটফর্মে অভিযান চালিয়ে ১৬ টি রুপার বাট ও অলঙ্কার সহ যুবককে গ্ৰেপ্তার করলো পুলিশ

28th February 2020 অনান‍্য
হাওড়া প্লাটফর্মে অভিযান চালিয়ে ১৬ টি রুপার বাট ও অলঙ্কার সহ যুবককে গ্ৰেপ্তার করলো পুলিশ


গোপন সূত্রে খবরের ভিত্তিতে অভিযান চালিয়ে বৃহস্পতিবার হাওড়া রেল স্টেশনের ৭ নং প্লাটফর্ম থেকে  সুরজ কুমার(২৯) নামে এক যুবককে গ্রেফতার করলো হাওড়া জিআরপি থানার পুলিশ। ধৃত ব্যক্তির কাছে থাকা খয়েরি রঙের একটি পিঠ ব্যাগের ভিতর থেকে পুলিশ উদ্ধার করেছে ১৬টি রুপোর বাট যার ওজন প্রায় সাড়ে ১৪ কেজি এবং এক কেজি রুপোর অলংকার।হাওড়া স্টেশন জিআরপি পুলিশ আধিকারিক আবদুল গফফর কাছ থেকে জানা গেছে, সূত্রের খবর ছিল হাওড়া স্টেশন কখন আসে কোথা থেকে আসছে কোন প্লাটফর্মে নামছে সেই সব বিষয় খুব সচেতনভাবে এই এই দ্রুত ওকে ধরে ফেলল হাতেনাতে হাওড়া জিআরপি থানার পুলিশ,ধৃত সুরজ কুমারের বাড়ি বিহারের ছাপড়া জেলার ছাপড়া থানার করিমচক এলাকায় বাসিন্দা। পুলিশ জানিয়েছে, ধৃত ব্যক্তি তার সঙ্গে থাকা অলংকারের বৈধ কোন কাগজপত্র দেখাতে পারেনি। আর এরপরই নির্দিষ্ট ধারায় ওই যুবকের বিরুদ্ধে কেস রুজু করে তদন্ত শুরু করেছে হাওড়া জি আর পি।





Others News

এক কোটি টাকার ইয়াবা ট‍্যাবলেট সহ ধৃত ২

এক কোটি টাকার ইয়াবা ট‍্যাবলেট সহ ধৃত ২


ভানুময় চন্দ ( ত্রিপুরা ) : প্রায় এক কো‌টি টাকার নেশা জা‌তীয় ইয়াবা ট‌্যাব‌লেট সহ ক‌রিমগ‌ঞ্জের বাবা হো‌টেল সংলগ্ন মোবারকপু‌রে ধরা পড়ল দুই যুবক।এক গোপন খব‌রের ভি‌ত্তি‌তে তা‌দের‌কে এক‌টি ছোট গা‌ড়ি স‌মেত আটক ক‌রে স্থানীয় সীমান্তরক্ষীর সাত ব‌্যা‌টে‌লিয়‌নের জওয়ানরা।এএস(শূণ‌্য এক)এলসি(আট দুই ছয় নয়)নম্ব‌রের গাড়ীত তল্লা‌শি ক‌রে কু‌ড়ি হাজার ইয়াবা ট‌্যাবলেট উদ্ধার করা হয়।যার বাজার মূল্য প্ৰায় এক কোটি টাকার মত হ‌বে ব‌লে বিএসএফ সু‌ত্রে প্রকাশ।ধৃত‌দের ম‌ধ্যে র‌য়ে‌ছে বরপেটা জেলার ইসমাইল আলী ও হোসেন আলী মিরধা।বৰ্তমানে ধৃত‌দের জেলা সদর থানায় আট‌কে রে‌খে টানা জিঙ্গাসাবাদ চালা‌চ্ছে পু‌লিশ।